চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকা থেকে ৫ হাজার ৬৯০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে শিকলবাহা এলাকায় একটি অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে রিফাত উদ্দিন (২১) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি গাজীপুর জেলার টঙ্গী এলাকার রফিকুল ইসলামের ছেলে।
শুক্রবার (২৪ জানুয়ারি) র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব সূত্রে জানা গেছে, শিকলবাহা এলাকায় সন্দেহজনকভাবে চলাচল করা একটি আইকনিক এক্সপ্রেস বাসে তল্লাশির সময় রিফাত বাস থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে র্যাব সদস্যরা তাকে ধাওয়া দিয়ে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বাসের সিটের নিচে ইয়াবা রাখা একটি ব্যাগের কথা স্বীকার করেন।
পরে তার দেখানো স্থান থেকে সিটের নিচে লুকানো ব্যাগ থেকে ৫ হাজার ৬৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য আনুমানিক ৯ লাখ টাকা।
র্যাবের তথ্যমতে, গ্রেপ্তারকৃত রিফাত প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তিনি কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফ-উল-আলম জানান, গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদক কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পিএম