কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০৪ পিস ভারতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও তিন বোতল মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরের লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ণের কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” এতথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সুত্রে জানা গেছে, মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বালারহাট বিওপি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালাতাড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালান। অভিযানের সময় একজন চোরাকারবারীকে বাইসাইকেল যোগে আসতে দেখেন বিজিবির টহলদল। পরে বিজিবি ওই চোরাকারবারির কাছে মাদক আছে এমন চ্যালেঞ্জ করলে বাইসাইকেল ফেলে মাদক কারবারি ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে তল্লাশী করে ৪০৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১টি বাইসাইকেল জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয়।
অন্য দিকে ৯ ডিসেম্বর শেষ বিকালে অনন্তপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা উপজেলার সীমান্তঘেষা পশ্চিম রামখানা এলাকায় একই কৌশলে এক চোরাকারবারীকে চ্যালেঞ্জ করলে ভারতীয় ৩ বোতল মদ ফেলে পালিয়ে যায়।
১৫ বিজিবি,র পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যবলেট ৪০৪ পিছ, যার সিজার মূল্য ৪০ হাজার ৪০০ টাকা ও ৩ বোতল মদের যার সিজার মূল্য ৪ হাজার ৫০০ টাকা এবং একটি বাইসাইকেলের যার সিজার মূল্য ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়।
এ প্রসঙ্গে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ণের কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
এসআর