নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত থাকায় দেশের মানুষ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নিরপেক্ষতার প্রশ্নে কোনো আপোষ করবে না নির্বাচন কমিশন। সবাইকে শতভাগ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে কমিশন কঠোর ব্যবস্থা নেবে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসি সানাউল্লাহ।
তিনি আরও বলেন, সারা দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের পর তার কাছে স্পষ্ট হয়েছে—মানুষ এবার তাদের ভোটাধিকার প্রয়োগে আগ্রহী। “আমরা জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে চাই,” বলেন তিনি।
সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার। তিনি বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। নির্বাচন জালিয়াতির সঙ্গে জড়িত থাকলে নির্বাচন কর্মকর্তাদেরও বিচারের আওতায় আনা হবে। এ বিষয়ে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকেও সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি।
ঝালকাঠির রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সেনাক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইখা