এইমাত্র
  • রাফিনিয়ার হ্যাটট্রিকে বায়ার্নকে হারিয়ে বার্সার নতুন জাগরণ
  • সেন্টমার্টিন নৌপথে যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ
  • সাগর-রুনি হত্যা মামলা তদন্তে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে টাস্কফোর্স
  • ছাত্রলীগ নিষিদ্ধের খবরে ঢাবিতে আনন্দ মিছিল
  • রান উৎসবের ম্যাচে পরিপূর্ণ জিম্বাবুয়ের রেকর্ডের ঝুড়ি
  • ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি
  • ভারতকে সরিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ
  • ড. ইউনূসকে রাষ্ট্রপতি দেখতে চায় বিপ্লবী ছাত্র পরিষদ
  • সংবিধান বাতিল এবং রাষ্ট্রপতির অপসারণ দাবিতে জাতীয় ঐক্যের ডাক
  • আর কখনোই রাজনীতিতে ফিরতে পারবে না আ. লীগ: উপদেষ্টা নাহিদ
  • আজ বৃহস্পতিবার, ৯ কার্তিক, ১৪৩১ | ২৪ অক্টোবর, ২০২৪
    বিনোদন

    আমার সিরিয়াস এবং ট্রমাটাইজড চরিত্র বেশি ভাল লাগে: তটিনী

    রবিউল ইসলাম রুবেল প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ০৫:১৭ পিএম
    রবিউল ইসলাম রুবেল প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ০৫:১৭ পিএম

    আমার সিরিয়াস এবং ট্রমাটাইজড চরিত্র বেশি ভাল লাগে: তটিনী

    রবিউল ইসলাম রুবেল প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ০৫:১৭ পিএম
    অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী

    তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। তার হাসিতে যেন মুক্তো ঝরে। অভিনয় গুণে আজ নিজেকে দর্শকদের মাঝে শক্ত ভাবে উপস্থাপন করেছেন। কেউ সুহাসিনী কেউ বা ডাকে ইরা বলে। নাটকের চরিত্রে মিশে গিয়ে সামনে থাকা মানুষকেও ধোকায় ফেলে দেন তটিনী। তার সুন্দর হাসি আর অভিনয় দিয়ে পাচ্ছেন ভক্তদের প্রশংসা। সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে সময়ের কণ্ঠস্বরের মুখোমুখি হন এই অভিনেত্রী। আলাপচারিতায় ছিলেন রবিউল ইসলাম রুবেল

    কেমন আছেন?

    আলহামদুলিল্লাহ ভাল আছি।

    ঈদের কয়টি নাটকে কাজ করা হলো?

    নাটকের কাজ ভালই চলছে। জিয়াউল ফারুক অপূর্ব এবং তৌসিফ মাহবুব ভাইয়ার সঙ্গে আলাদা আলাদা একটা, ইয়াস রোহান ভাইয়ার সঙ্গে দুইটা। অপুর্ব এবং তৌসিফ সঙ্গে আরেকটা করে নাটক হবে ইনশাআল্লাহ। জাকারিয়া সৌখিন পরিচালনা করবেন ১ টি আর মিফতা আনান'র ১ টি।

    ঈদে কয়টি নাটকে আপনাকে দেখা যাবে?

    আপাতত ৬ টা কনফার্ম। মানে এই ছয়টি আসবেই। তবে বাকি আর বলতে পারছি না।

    জিয়াউল ফারুক অপূর্ব'র সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?

    উনার সঙ্গে প্রথম কাজ করেছি। প্রথমত খুব নার্ভাস লাগছিল। ভাইয়া তো সিনিয়র। কিন্তু উনি এত কো-অপারেটিভ এবং এত হেল্প করছিল যার কারণে চাপের মধ্যে কাজটা করেও সুন্দর ভাবে শুটিং শেষ হয়েছে।

    আপনার অভিনীত চরিত্রগুলোর দর্শককে কানেক্ট করে। বিষয়টি কেমন লাগে?

    এটা আসলে আশীর্বাদ আমার জন্য। কেউ যখন কোনো একটা নাটকের চরিত্রের নাম ধরে ডাকে এটা ভাল লাগে। যেমন সময় 'সব জানে'র ইরা, সুহাসিনী চরিত্রগুলো মানুষের কাছে কানেক্ট করতে পেরেছে। এই চরিত্রগুলো আমার আলাদা একটা পরিচিতি তৈরি করেছে।


    ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট কি?

    আমার ক্যারিয়ারের জন্য টার্নিং পয়েন্ট অবশ্যই সুহাসিনী। তবে কাজের প্রতি আগ্রহ বেড়ে যায় চরকির 'এই মূহুর্তে' সিরিজ থেকে। 'সময় সব জানে' এটাও কিন্তু একটা টার্নিং পয়েন্ট আমার জন্য।

    মেয়েরা মিডিয়ায় কাজের ক্ষেত্রে অনেক সময় হ্যারাসমেন্টের স্বীকার হয়। আপনার এমন খারাপ অভিজ্ঞতা আছে কি না?

    না আমার এমন অভিজ্ঞতা নেই।যাদের সঙ্গে আমি কাজ করেছি,যাদের সাথে পরিচয় হয়েছে আলহামদুলিল্লাহ আমার অভিজ্ঞতা খুবই ভাল। আমি ভাগ্যবতী কারণ এমন কিছুর সমুক্ষীণ হতে হয় নি।

    অভিনয়ে এলেন কিভাবে?

    অভিনয় করার কোন পূর্ব প্রস্তুতি ছিল না। আমি সিদ্ধান্তই নেই নি অভিনয়কে পেশা হিসেবে নিব। আসলে হুট করে ঢুকে গেছি অভিনয় পেশায়। একটা টিভিসি'র জন্য আমি অডিশনে যাই। আমাকে তারা সিলেক্ট করে। তারপর এক থেকে দেড় বছর টিভিসি করি। কিন্তু কখনো আমি আসলে ভাবিনি অভিনয় আমার ভবিষ্যৎ হয়ে যাবে।

    পড়াশোনা শেষ করে অন্য পেশায় যাবেন কি না?

    সত্যি বলতে কর্পোরেট লাইফ আমি খুব উপভোগ করি না। আমার কাছে মনে হয়, বর্তমান যে কাজটা আমি করছি এটা আমার শান্তির কাজ। আমি চাচ্ছি মিডিয়ায় নিজেকে ইনভেস্ট করতে। গ্রাজুয়েশন শেষ করে আমি পুরো ফোকাস মিডিয়ায় করব।


    কি ধরনের গল্প এবং চরিত্রে কাজ করতে চান?

    আমি এখনো নতুন। খুব একটা কাজ করি নি। সেরকম অভিজ্ঞতাও নেই। তবে আমি সব সময় ব্যতিক্রম একটা চরিত্র বেছে নিই। শুরু থেকে বেছে বেছে কাজ করেছি। তবে সব ধরনের চরিত্র এবং গল্পে কাজ করার ইচ্ছে আছে। ব্যক্তিগত ভাবে আমার সিরিয়াস এবং ট্রমাটাইজড চরিত্র বেশি ভাল লাগে।

    অভিনয়ে স্বল্প ক্যারিয়ারে যেটুকু চেয়েছেন তা পেয়েছেন কি না?

    আমি আলহামদুলিল্লাহ যা চাইনি তাও পেয়েছি। এটা আমার কাছে খুব অবাক লাগে। আমি এতোটা কখন আশাও করিনি।

    আরআইআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…