এইমাত্র
  • নেতানিয়াহুকে শুয়োরের বাচ্চা বললেন বাইডেন
  • ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে অবশেষে দুঃখপ্রকাশ করলেন সাকিব
  • প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হবে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন
  • স্পেনের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
  • ইউটিউব থেকে আয় করা যাবে কি না, যা বললেন জাকির নায়েক
  • লেবানন সীমান্তে ইসরাইলি হেলিকপ্টার বিধ্বস্ত
  • সংবিধান টেনে রুমিন ফারহানা বললেন, ‘শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী’
  • রিংকু-নীতীশের ব্যাটে হাল ধরেছে ভারত
  • হাসিনার সঙ্গে কথোপকথনের ভিডিও ভাইরাল, সেই আ.লীগ নেতা গ্রেফতার
  • কায়রোতে হামাস-ফাতাহ নেতাদের ঐক্য আলোচনা
  • আজ বৃহস্পতিবার, ২৪ আশ্বিন, ১৪৩১ | ১০ অক্টোবর, ২০২৪
    শিক্ষাঙ্গন

    ১ম বারের মতো টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

    এস.এম শাহাদাত হোসেন অনু, জবি প্রতিনিধি প্রকাশ: ৯ অক্টোবর ২০২৪, ১০:২০ পিএম
    এস.এম শাহাদাত হোসেন অনু, জবি প্রতিনিধি প্রকাশ: ৯ অক্টোবর ২০২৪, ১০:২০ পিএম

    ১ম বারের মতো টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

    এস.এম শাহাদাত হোসেন অনু, জবি প্রতিনিধি প্রকাশ: ৯ অক্টোবর ২০২৪, ১০:২০ পিএম

    প্রথমবারের মতো টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে স্থান পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১৫০১ প্লাস।

    বুধবার (৯ অক্টোবর) টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় বিশ্ববিদ্যালয়ের নাম দেখা যায়।

    টাইমস হায়ার এডুকেশন নিজস্ব পদ্ধতিতে সংগৃহীত তথ্য বিচার-বিশ্লেষণের মাধ্যমে র‍্যাংকিং নির্ধারণ করে থাকে।

    মূলত পাঁচটি ক্যাটাগরিতে এই র‍্যাংকিং করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রি থেকে আয় ও নতুন জ্ঞান উৎপাদন; আন্তর্জাতিকতা অর্থাৎ আন্তর্জাতিক ও দেশীয় ছাত্র, শিক্ষক ও গবেষকের অনুপাত; শিক্ষা ও গবেষণার সুযোগ, মান ও পরিবেশ; গবেষণার সুনাম, আয় ও গবেষণা প্রবন্ধের গুণগত মান, ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালে প্রকাশের হার এবং গবেষণা প্রবন্ধের সাইটেশন ও প্রভাব বিশ্ববিদ্যালয়গুলোকে র‍্যাংকিংয়ের জন্য বিচার-বিশ্লেষণ করে থাকে।

    রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ জামির হোসেন বলেন, জবি প্রথমবারের মতো টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং 2025-এ স্থান পেয়েছে এটা আমাদের জন্য আনন্দের এবং গর্বের। এই নতুন অর্জনের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং অনুষদ সদস্যদের অভিনন্দন। আশা করি ভবিষ্যতে জবি আরও দ্রুত এগিয়ে যাবে।

    টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং অন্তর্ভুক্ত কমিটির সদস্য শাহ মো. আরিফুল আবেদ বলেন, ২০২৫ সালের জন্য প্রকাশিত টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো তালিকাভুক্ত হয়েছে। এটি নিঃসন্দেহে আমাদের জন্য গৌরবের ও সম্মানের।

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ মাশরিক হাসান বলেন, কমিটির সব সদস্যকে আমাদের আন্তরিক ধন্যবাদ জানাই যারা বিশ্ববিদ্যালয়কে প্রথমবারের মতো টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে অন্তর্ভুক্ত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আমরা এই মাইলফলকটিকে বাস্তবে পরিণত করার জন্য আমাদের সম্মানিত শিক্ষক এবং প্রিয় ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এই র‍্যাংকিংয়ের মাধ্যমে আমাদের একাডেমিক উৎকর্ষতা সাধনের পরিবেশ ও সুযোগ হবে; যেখানে শিক্ষার্থী-শিক্ষকদের যৌথ প্রয়াসে বিশ্ববিদ্যালয়কে প্রতি বছর আরও সামনে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…