২০২৪ সালে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৭২ জন সদস্যকে চারটি ক্যাটাগরিতে পদক প্রদান করা হবে। বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এই তালিকায় শীর্ষে রয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সীমান্ত-১ শাখা রোববার (১৫ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারি করে এই তালিকা প্রকাশ করে। চারটি ক্যাটাগরিতে পদকপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যা:
বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম): ১১ জন
রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (পিবিজিএম): ২৪ জন
বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা (বিজিবিএমএস): ১২ জন
রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবা (পিবিজিএমএস): ২৫ জন
পদকের অর্থনৈতিক সুবিধা
প্রত্যেক ক্যাটাগরির পদকপ্রাপ্তদের জন্য নগদ অর্থ ও মাসিক বেতনের সঙ্গে অতিরিক্ত ভাতা ঘোষণা করা হয়েছে:
বিজিবিএম প্রাপ্তরা: নগদ এক লাখ টাকা ও প্রতি মাসে ১,৫০০ টাকা।
পিবিজিএম প্রাপ্তরা: নগদ ৭৫ হাজার টাকা ও প্রতি মাসে ১,০০০ টাকা।
বিজিবিএমএস প্রাপ্তরা: নগদ ৭৫ হাজার টাকা ও প্রতি মাসে ১,৫০০ টাকা।
পিবিজিএমএস প্রাপ্তরা: নগদ ৫০ হাজার টাকা ও প্রতি মাসে ১,০০০ টাকা।
বিজিবি দিবসে আনুষ্ঠানিক পদক প্রদান
প্রতিবছর ২০ ডিসেম্বর উদযাপিত বিজিবি দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে পদকপ্রাপ্তদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
এসএফ