এইমাত্র
  • দ্রুত নির্বাচন হলে সব সংকট কেটে যাবে: মির্জা ফখরুল
  • সরকারি হাসপাতালগুলোর ড্রাইভারদের ডোপ টেস্ট চালুর নির্দেশ
  • ল্যানসেটের গবেষণা বলছে গাজায় নিহতের প্রকৃত সংখ্যা ৪১ শতাংশ বেশি
  • তামিমের পর সাকিবের সিদ্ধান্তের অপেক্ষায় নির্বাচকরা
  • মাদারীপুরে গাছের সঙ্গে এ কেমন শত্রুতা
  • ইউরোপকে বিভক্ত করার চেষ্টায় লিপ্ত ট্রাম্প, অভিযোগ জার্মানির
  • ময়মনসিংহের ত্রিশালে শীতবস্ত্র বিতরণ
  • মোংলা বন্দর জেটিতে ভিড়লো ১৪২.৭০ মিটার দৈর্ঘ্যের জাহাজ
  • নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ: রিজভী
  • রিজার্ভ নিয়ে ভয়ের কিছু নেই: গভর্নর
  • আজ শনিবার, ২৮ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    মাঝ নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত বেড়ে ৩

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১২:০৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১২:০৬ পিএম

    মাঝ নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত বেড়ে ৩

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১২:০৬ পিএম

    মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। এর আগে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়েছে বলে ধারণা করা হলেও এখন দুই স্পিডবোটের সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।

    শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন গজারিয়ার নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মাহাবুব আলম।

    নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, গুয়াগাছিয়া ইউনিয়নের মামুন ব্যাপারির ছেলে অদুদ বেপারী (৩৫) এবং একই এলাকার মো. বাবুল (৩৮)। অপর নিহতের নাম-পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

    পুলিশ জানান, অন্ধকার এবং কুয়াশার কারণে একটি স্পিডবোট অন্যটিকে দেখতে না পাওয়ায় স্পিডবোট দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন ও জেলেরা সংঘর্ষের শব্দ পেয়ে ঘটনাস্থলে যায়। সংবাদ পেয়ে নৌপুলিশও ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

    গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার বলেন, রাত পৌনে ১০টার দিকে তিনজনকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে দুজন মৃত ছিলেন। আবদুল হালীম (৩৪) নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

    গজারিয়ার নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.মাহাবুব আলম বলেন, ধারণা করা হচ্ছে রাতে কুয়াশার কারণে দুটি স্পিডবোট চলাচলের সময় একটি আরেকটিকে দেখতে পায়নি। এ ঘটনায় তিনজন মারা গেছে। তবে স্পিডবোট দুটি রাতে এখানে কোথা থেকে এসেছে তা বিস্তারিত জানা যায়নি।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…