এইমাত্র
  • দীর্ঘদিন পর নিজ দেশ পাকিস্তানে ফিরতে পেরে ব্যাপক খুশি মালালা
  • হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই, এটা ভারতও বিশ্বাস করে: সুলিভান
  • নির্বাচনী রোডম্যাপ শিগগিরই প্রকাশ করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • রাজনৈতিক দলগুলোকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত: সমাজকল্যাণ উপদেষ্টা
  • এবি পার্টির চেয়ারম্যান হলেন মঞ্জু, সেক্রেটারি ফুয়াদ
  • শিক্ষকরা রাজনীতিতে জড়ালে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: উপদেষ্টা ডা. বিধান
  • দ্রুত নির্বাচন হলে সব সংকট কেটে যাবে: মির্জা ফখরুল
  • সরকারি হাসপাতালগুলোর ড্রাইভারদের ডোপ টেস্ট চালুর নির্দেশ
  • ল্যানসেটের গবেষণা বলছে গাজায় নিহতের প্রকৃত সংখ্যা ৪১ শতাংশ বেশি
  • তামিমের পর সাকিবের সিদ্ধান্তের অপেক্ষায় নির্বাচকরা
  • আজ শনিবার, ২৮ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫
    খেলা

    তামিমের পর সাকিবের সিদ্ধান্তের অপেক্ষায় নির্বাচকরা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০২:৫৮ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০২:৫৮ পিএম

    তামিমের পর সাকিবের সিদ্ধান্তের অপেক্ষায় নির্বাচকরা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০২:৫৮ পিএম

    লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে ছিলেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার তামিম ইকবাল। তবে গুঞ্জন ছিল আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারো জাতীয় দলে ফেরার। তবে গতকাল শুক্রবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আবেগঘন পোস্ট দিয়ে তামিম জানিয়েছেন বাংলাদেশের জার্সিতে আর খেলা হচ্ছে না তার। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সাবেক এই অধিনায়ক। সেখানেই অবসরের কারণ, ভক্তদের কাছে ক্ষমা চাওয়া সর্বোপরি নিজের বর্তমান অবস্থা ও চিন্তাভাবনার কথা জানিয়েছেন তামিম।

    অবশ্য তামিমকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে চেয়েছিলেন অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট। তবে তামিম আর না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে এই ওপেনারকে বাদ দিয়েই পরিকল্পনা করতে হচ্ছে নির্বাচকদের।

    এদিকে তামিমের সিদ্ধান্ত জানার পর এবার সাকিব আল হাসানের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    আগামী ১২ জানুয়ারির মধ্যে আইসিসিতে স্কোয়াড জমা দিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ গ্রহণ করতে যাওয়া দলগুলোর। ফলে এই আসরের জন্য স্কোয়াড প্রায় প্রস্তুত করে রেখেছেন নির্বাচকরা। তবে বিসিবির একজন নির্বাচক গণমাধ্যমকে জানিয়েছেন, সাকিবের ব্যাপারে এখনো নিশ্চিত নয় নির্বাচক প্যানেল। এ সিদ্ধান্ত আসবে বোর্ড থেকে।

    বিসিবির সেই নির্বাচক বলেন, 'সাকিবের ব্যাপারে এই মুহূর্তে আসলে কোনো খবরই নেই। ও তো দেশে নেই, কোনো আলাপই হয়নি। আমরা আসলে অপেক্ষা করছি, মূলত বোর্ডের পক্ষ থেকে কী সিদ্ধান্ত আসে। বোর্ড কী বলে সেটার ওপর নির্ভর করছে, বোর্ডের নির্দেশনা অনুযায়ী হবে সবকিছু।'

    এমনকি সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে আগ্রহী কিনা সেটাও এখনো জানেন না সেই নির্বাচক। তিনি বলছিলেন, 'সবকিছুর আগে জানতে হবে যে, সাকিবকে এই সময়ে পাওয়া যাচ্ছে কিনা। সেটাই তো জানি না। নেওয়া, না নেওয়া বা সাকিব খেলা, না খেলা এগুলোর আগে জানতে হবে পাওয়া যাবে কিনা। আমরা আসলে ওইটার জন্য অপেক্ষা করছি।'

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…