মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সাহেরামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর স্মরণে শহীদ জিয়া স্মৃতি নাইট সট-পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) রাতে সাহেবরামপুর স্কুল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় উত্তর সাহেবরামপুর একাদশকে ৪ উইকেটে পরাজিত করে রক্তাক্ত জুলাই একাদশ। খেলায় নির্ধারিত ৮ ওভারে প্রথমে উত্তর সাহেবরামপুর একাদশ ব্যাট করে ১১৪ রান সংগ্রহ করে। জবাবে রক্তাক্ত জুলাই একাদশ ৭.৪ বলে ৪ উইকেটে ১১৫ রান করে জয়লাভ করে। ম্যান অব দ্যা টুর্ণামেন্ট হয়েছে উত্তর সাহেবরামপুর একাদশের হাফিজ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাহেরামপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক তারা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহের হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান পলাশ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবি এম মাহমুদ আলম সরদার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবকদলের সাবেক সদস্য হুমায়ুন কবির শিপন, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, কালকিনি উপজেলা বিএনপির আহবায়ক মিজানুর রহমান বেপারী,সদস্য সচিব এ্যাড. মিজানুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিজয়ী দলকে পুরুস্কার দেওয়া হয় একটি ফ্রিজ ও রানার্স আপ দল পায় একটি ওয়াশিং মেশিন।
এআই