এইমাত্র
  • মাদ্রাসায় ২য় শ্রেণীতে ১ জনকে নিয়েই পাঠদান, অনুপস্থিত ৩য় ও ৪র্থ শ্রেণির সকল শিক্ষার্থী
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যুবক নিহত
  • তিন বছর ধরে ভালোবাসা দিবস নেই তানজিন তিশার
  • ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলায় ছাত্রদলের হামলা, দুই শিক্ষার্থী আহত
  • চুয়াডাঙ্গা কাস্টমস অফিসে দুদকের অভিযান
  • পুলিশের সব ইউনিটে একই পোশাক থাকবে: ডিএমপি কমিশনার
  • বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক উষ্ণ, ৩ বিলিয়ন ডলার বাণিজ্যের আশা
  • পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে বলবেন ট্রাম্প
  • পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন ট্রাম্প
  • সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন আদালত
  • আজ মঙ্গলবার, ৮ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    যশোরে বোরো ধান রোপণে ব্যস্ত কৃষক

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১২:৩৭ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১২:৩৭ পিএম

    যশোরে বোরো ধান রোপণে ব্যস্ত কৃষক

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১২:৩৭ পিএম

    যশোর বোরো ধানের আবাদে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। প্রচন্ড শীত উপেক্ষা করে তারা সকাল বিকাল মাঠে থাকছেন। উদ্দেশ্য সঠিক সময়ে ধান রোপণ করা। এর আগে তারা বীজতলা তৈরি করা নিয়েও ব্যস্ত ছিলেন।

    যশোর সদর উপজেলার চুড়মনকাটি গ্রামের কৃষক আমিনুর রহমান বলেন, বোরো বীজ বপনের সময় আরও কিছু দিন হাতে থাকলেও বীজতলা তৈরির কাজটা তিনি আগেভাগেই শুরু করেছেন। তাতে বৈশাখের দ্বিতীয় সপ্তাহের দিকে ঘরে ধান তোলা সম্ভব হবে। এবার তিন বিঘা জমিতে ধান চাষ করবেন। তিনি আরও বলেন, তিন বিঘা জমিতে চিকন ধানে চাষ করবেন।

    দেয়াড়া ইউনিয়নের চাষি শফিকুল ইসলাম বলেন, মাঠে পুরোদমে ধান রোপণের কাজ চলছে। অনেক চাষি সকাল বিকাল মাঠে ব্যস্ত সময় পার করছেন৷

    চৌগাছা উপজেলার যাত্রাপুর গ্রামের লোকমান হোসেন বলেন, এখনও রোপা আমন ধান ঘরে ওঠেনি। তারপরেও আগেভাগে বোরো ধানের বীজ বপন করেছি। যাতে দ্রুত ধানের চারা তৈরি হয়ে যায়। এবং দ্রুত রোপন ও ধান কেটে ঘরে তুলতে পারি। এবার আট বিঘা জমিতে ধান চাষ করবেন। ইতিমধ্যে কয়েক বিঘার ধান রোপণ করা শেষ হয়েছে।


    বাঘারপাড়া উপজেলার দরাজহাট গ্রামের মতিয়ার রহমান জানান, বীজতলা তৈরির কাজ শেষ হয়েছে কয়েকদিন আগেই। এখন ধান চারা রোপণ করা চলছে।

    আরও কয়েকজন কৃষক জানিয়েছেন, অনেকেই শীত বেশি পড়ার আগেভাগেই বীজতলা তৈরির কাজটি সেরে ফেলেছেন। ফলে চারাও ভালো হয়েছে। বর্তমানে পুরোদমে ধান রোপনের কাজ চলছে।

    যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মো. মোশাররফ হোসেন বলেন, যশোর জেলায় এবার বোরোর বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ছিলো ৭ হাজার ৭শ’ ৭৫ হেক্টর। বর্তমানে চাষিরা মাঠে ধান রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন। শীতের মধ্যেও তাদের কাজ থেমে নেই।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…