এইমাত্র
  • ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
  • পঞ্চগড়ে বিজিবি'র পৃথক অভিযানে ২০ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য আটক
  • প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে আন্দোলনকারীরা, চলছে আলোচনা
  • বরিশালে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
  • পি‌রোজপু‌রে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
  • কটিয়াদীতে পুলিশের হাতে মৃত্যুর অভিযোগে ওসিসহ ৫ পুলিশের নামে হত্যা মামলা
  • ভোলায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ
  • কোম্পানীগঞ্জে মাছ বিক্রিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ
  • বাকৃবিতে রিকশাচালকদের দৌরাত্ম্যের অভিযোগ
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে প্রবেশ, বাধাঁ দেওয়ায় একজনকে পিঠিয়ে আহত
  • আজ বুধবার, ৯ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে প্রবেশ, বাধাঁ দেওয়ায় একজনকে পিঠিয়ে আহত

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০১:০৫ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০১:০৫ পিএম

    আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে প্রবেশ, বাধাঁ দেওয়ায় একজনকে পিঠিয়ে আহত

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০১:০৫ পিএম

    কিশোরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে প্রবেশ, বাধাঁ দেওয়ায় একজনকে পিঠিয়ে আহত এবং ক্রয়কৃত সম্পত্তি বেদখলের অভিযোগও উঠেছে স্থানীয় কয়েকজন বিরুদ্ধে। এমনকি খরিদসূত্রে জমির মালিকপক্ষকে হত্যার হুমকিও দিচ্ছে তাঁরা। এ নিয়ে এলাকায় মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হলেও আদালতের নিষেধাজ্ঞা অমান্যকারীদের ভয়ে অসহায় হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবার।

    এ ঘটনায় ভুক্তভোগী সরুফা আক্তার বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিশোরগঞ্জ সদর উপজেলার কলাপাড়া মহিনন্দ এলাকার মৃত আবুল হাসেমের স্ত্রী সুফিয়া আক্তার (৬০),করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ মালিবাড়ির মো. জসিম উদ্দিনের স্ত্রী মোছা. অজুফা আক্তার(৩৮)।

    অভিযুক্তরা হলেন- গাইটাল নামাপাড়া এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে মো. মানিক মিয়া(৩৫), মৃত গোলাপ মিয়ার ছেলে মো. রোমান মিয়া (৩৬), মৃত কিন্তু মিয়ার ছেলে মো. জসিম মিয়া(৫০), ও কলাপাড়া শ্রীনগর এলাকার মৃত আ. মালেকের ছেলে মো. শরীফ মিয়া(৩২)।

    অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী সরুফা শোলাকিয়া মোড়স্থ কলাপাড়া মৌজায় পশ্চিমপার্শ্বে সাবেক দাগ নং : ৪৩ ও হাল দাগ নং: ৪৮,৫১ দাগে ৩শতাংশ সম্পাত্তি তাঁর মায়ের কাছ থেকে দলিল মূলে প্রাপ্ত হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু কিছুদিন যাবৎ অভিযুক্তরা জায়গাটি বেদখলের চেষ্টা ও ভুক্তভোগী সরুফাকে মেরে ফেলার হুমকি দিলে তিনি কিশোরগঞ্জ সদর সিনিয়র সহকারী জজ আদালতে একটি ছানী মোকাদ্দমা (মোকাদ্দমা নং: ১/২০২৫) দায়ের করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত কাগজপত্র পর্যালোচনা করে বিরোধীয় ভূমিতে উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য গত (০৯ জানুয়ারি) পর্যন্ত নির্দেশ প্রদান করেন। উক্ত আদেশের প্রেক্ষিতে উভয় পক্ষদ্বয়ের মধ্যে ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৪/১৪৫ ধারার বিধান মোতাবেক নোটিশ জারি করেন। কিন্তু অভিযুক্তরা গত (১৯ জানুয়ারি) বিকালে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গাটি জোরপূর্বক বেদখলের চেষ্টার সময় মামলার সাক্ষী মো. আমিন মিয়া বাধা প্রদান করলে আমিন মিয়াকে মারধর করে তাঁর প্যান্টের পকেট থেকে পঞ্চাশ হাজার টাকা ও তাঁর মোটরসাইকেলটি ভাঙচুর করে বিশ হাজার টাকার ক্ষতি সাধন করেন।

    এ বিষয়ে অভিযুক্ত মো. মানিক মিয়ার ফোনে একাধিক বার কল করা হলেও তিনি ফোনে সাড়া দেননি।

    এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…