এইমাত্র
  • পঞ্চগড়ে বিজিবি'র পৃথক অভিযানে ২০ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য আটক
  • প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে আন্দোলনকারীরা, চলছে আলোচনা
  • বরিশালে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
  • পি‌রোজপু‌রে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
  • কটিয়াদীতে পুলিশের হাতে মৃত্যুর অভিযোগে ওসিসহ ৫ পুলিশের নামে হত্যা মামলা
  • ভোলায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ
  • কোম্পানীগঞ্জে মাছ বিক্রিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ
  • বাকৃবিতে রিকশাচালকদের দৌরাত্ম্যের অভিযোগ
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে প্রবেশ, বাধাঁ দেওয়ায় একজনকে পিঠিয়ে আহত
  • বিএনপিকে সংস্কারের ব্যাপারে সবক নিতে হবে না: আমীর খসরু
  • আজ বুধবার, ৯ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    ভোলায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১২:৪৬ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১২:৪৬ পিএম

    ভোলায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১২:৪৬ পিএম

    ভোলার মেঘনা নদীতে বালুবাহী নৌযান (বাল্কহেড) এর ধাক্কায় একটি মাছ ধরার নৌকা ডুবে গেছে। এ ঘটনায় মো. দুলাল মাঝি নামের এক জেলে নিখোঁজ রয়েছেন।

    মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল নামক মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুলাল মাঝি শিবপুর ইউনিয়নের বাসিন্দা মো. নুরুল ইসলাম মাঝির ছেলে।

    ইলিশা নৌ- থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

    পুলিশ এবং নিখোঁজ জেলের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় মেঘনা নদী থেকে মাছ শিকার করে দুলাল মাঝি ঘাটে ফিরছিলেন। এসময় বালুবাহী একটি বাল্কহেড তার নৌকাটিকে ধাক্কা দেয়। ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে নৌকাটি ডুবে দুলাল মাঝি নৌকা থেকে ছিটকে নদীতে পড়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ হন।

    খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোন, ইলিশা নৌ-পুলিশ এবং ফায়ারসার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে অংশ নেয়।

    এদিকে দুলাল মাঝি নিখোঁজ ঘটনায় তার পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম। স্বজনরা নদীর তীরে এসে আহাজারি করছেন।

    ইলিশা নৌ-থানার ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নৌ- পুলিশের একটি টিম উদ্ধার অভিযানে কাজ করছে। পাশাপাশি ঘাতক বাল্কহেডটিকে আটকের চেষ্টা চলছে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…