সৌদি প্রো লিগে এক ম্যাচ পর আবারও জালের দেখা পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের জার্সিতে একজোড়া গোল করে দলের জয়ে বড় অবদান রাখলেন এই পর্তুগিজ মহাতারকা, একই সঙ্গে স্পর্শ করলেন দারুণ একটি মাইলফলকও।
মঙ্গলবার আল খালিজের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়লাভ করে আল নাসর। প্রথমার্ধে গোল শূন্য থাকলেও ৬৫ মিনিটে রোনালদো নিচু শটে দলের হয়ে প্রথম গোলটি করেন, যা তাকে আল নাসরের হয়ে একশ গোলের (গোল ও অ্যাসিস্ট) মাইলফলক স্পর্শ করিয়ে দেয়।
সৌদি প্রো লিগে মঙ্গলবার প্রথমার্ধে কোন গোল পায়নি আল নাসর। ম্যাচের ৬৫ মিনিটে রোনালদোর গোলে প্রথম লিড পায় নাসর। ম্যাচে ৮০ মিনিটে সমতা আনে আল খালিজ। তবে এক মিনিট পর সুলতান আল-ঘানামের গোলে আবারো লিড নেয় নাসর। আর ইনজুরি সময়ে রোনালদো নিজের দ্বিতীয় গোল করলে ৩-১ এর জয় পায় নাসর।
অন্যদিকে, এদিন গোল পাওয়ায়- ২০২৩ সালে আল নাসরে যোগ দেয়ার পর থেকে ক্লাবটির হয়ে ৯২ ম্যাচে ১০০ গোলে অবদান রেখেছেন রোনালদো। এ পর্যন্ত ৯২ ম্যাচে রোনালদোর গোল হলো ৮৩টি, সঙ্গে ১৮টি অ্যাসিস্টও রয়েছে। তার ক্যারিয়ার গোল সংখ্যা এখন ৯১৯টি, হাজার গোলের মাইলফলক থেকে আর ৮১টি দূরে।
এবি