এইমাত্র
  • কটিয়াদীতে পুলিশের হাতে মৃত্যুর অভিযোগে ওসিসহ ৫ পুলিশের নামে হত্যা মামলা
  • ভোলায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ
  • কোম্পানীগঞ্জে মাছ বিক্রিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ
  • বাকৃবিতে রিকশাচালকদের দৌরাত্ম্যের অভিযোগ
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে প্রবেশ, বাধাঁ দেওয়ায় একজনকে পিঠিয়ে আহত
  • বিএনপিকে সংস্কারের ব্যাপারে সবক নিতে হবে না: আমীর খসরু
  • ঢাবিতে মেহগনি গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • আওয়ামী লীগ জাতির সঙ্গে বারবার বেইমানি করেছে: মঈন খান
  • জোড়া গোলে রোনালদোর 'সেঞ্চুরি', আল নাসরের জয়
  • ৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু
  • আজ বুধবার, ৯ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫
    জাতীয়

    জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১০:৪৯ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১০:৪৯ এএম

    জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১০:৪৯ এএম

    জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা সারজিস আলম।

    বুধবার (২২ জানুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই তথ্য জানান তিনি।

    প্রতিষ্ঠানের সাবেক সাধারণ সম্পাদক সারজিস আলম জানান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রমে গতি আনার লক্ষ্যে এর গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য ‘এক্সিকিউটিভ কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটি পুরো অফিসের কর্মকাণ্ড তদারকি করবে এবং চিফ এক্সিকিউটিভ অফিসার অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।

    ফাউন্ডেশনের নতুন কাঠামোতে ‘গভর্নিং বডি’ নীতিনির্ধারণী কার্যক্রম পরিচালনা করবে। এতে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে স্বাস্থ্য, সমাজকল্যাণ, স্থানীয় সরকার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চারজন উপদেষ্টা অন্তর্ভুক্ত রয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, ফাউন্ডেশনে আর ‘সাধারণ সম্পাদক’ নামে কোনো পদ থাকবে না।

    সার্জিস আলম জানান, ফাউন্ডেশনটি ১ অক্টোবর প্রথমবারের মতো আর্থিক সহযোগিতা কার্যক্রম শুরু করে এবং অফিস চালু হয় ১৫ অক্টোবর। তিনি ২১ অক্টোবর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় দুই মাস ১০ দিন দায়িত্ব পালন করেন। ৭ জানুয়ারি তিনি সাইনিং অথোরিটি হস্তান্তর করেন এবং অফিসিয়ালি দায়িত্ব শেষ করেন।

    তিনি আরও জানান, তার সময়কালে ভ্যারিফাইড ৮২৬ জন শহীদ পরিবারের মধ্যে ৬২৮ জনকে এবং প্রায় ১১ হাজার আহত মুক্তিযোদ্ধার মধ্যে ২ হাজার জনকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

    দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়ে সারজিস আলম বলেন, "যতদিন ফাউন্ডেশনে সর্বোচ্চ সময় দিতে পেরেছি, ততদিন দায়িত্ব পালন করেছি। কিন্তু যখন মনে হয়েছে, ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব হবে না, তখন দায়িত্ব ছেড়ে দিয়েছি। এটি কোনো দুর্বলতা নয় বরং সৎ সাহসের পরিচায়ক। আমি সবসময় আমার দায়িত্বের প্রতি সৎ থাকার চেষ্টা করেছি।"

    নতুন কাঠামোর মাধ্যমে ফাউন্ডেশন আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…