এইমাত্র
  • পি‌রোজপু‌রে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
  • কটিয়াদীতে পুলিশের হাতে মৃত্যুর অভিযোগে ওসিসহ ৫ পুলিশের নামে হত্যা মামলা
  • ভোলায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ
  • কোম্পানীগঞ্জে মাছ বিক্রিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ
  • বাকৃবিতে রিকশাচালকদের দৌরাত্ম্যের অভিযোগ
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে প্রবেশ, বাধাঁ দেওয়ায় একজনকে পিঠিয়ে আহত
  • বিএনপিকে সংস্কারের ব্যাপারে সবক নিতে হবে না: আমীর খসরু
  • ঢাবিতে মেহগনি গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • আওয়ামী লীগ জাতির সঙ্গে বারবার বেইমানি করেছে: মঈন খান
  • জোড়া গোলে রোনালদোর 'সেঞ্চুরি', আল নাসরের জয়
  • আজ বুধবার, ৯ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫
    রাজধানী

    মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের কারওয়ান বাজারে অবস্থান

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১১:০৮ এএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১১:০৮ এএম

    মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের কারওয়ান বাজারে অবস্থান

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১১:০৮ এএম

    টাকা দিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের দাবি- তারা এখনো রিক্রুটিং এজেন্টদের কাছ থেকে অর্থ ফেরত পাননি। তাই অর্থ ফেরতসহ বিভিন্ন দাবিতে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবস্থান নিয়েছেন তারা।

    আজ বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে অবস্থান নেন তারা।

    আন্দোলনকারীরা জানান, গত ৩১ মে মালয়েশিয়া প্রবেশের শেষ সময় হলেও— এজেন্সি অজানা কারণে তাদের সে দেশে পাঠাতে পারেনি। এর মধ্যে একাধিকবার সরকারের পক্ষ থেকে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হলেও অনেকেই টাকা ফেরত পায়নি। অভিযোগ জানানোর পরও এর কোনো সুরাহা হয়নি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা।

    রাকিবুল ইসলাম নামক এক শ্রমিক বলেন, টাকা দিয়ে দুই বছর সময় পার করেও মালয়েশিয়া যেতে পারিনি, আমরা আর মালয়েশিয়া যেতে চাই না, আমাদের টাকা ফেরত চাই। সিন্ডিকেটের ১০০ এজেন্সির লাইসেন্স বাতিল করে মালিকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে হবে এবং বিদেশে পলাতক মালিকদের পাচার করা টাকা বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের দিতে হবে।

    আন্দোলনরত কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, টাকা ফেরত চাওয়াসহ তাদের অন্যান্য দাবিগুলো হচ্ছে– কর্মীদের সমস্যার সমাধান না করে মালয়েশিয়ায় কর্মী পাঠানো বন্ধ রাখা, রিক্রুটিং এজেন্সির রক্ষাকবচ হিসেবে কাজ করা ট্রাভেল এজেন্ট, সাব এজেন্ট ও দালালদের অবিলম্বে গ্রেফতার, মন্ত্রণালয় ও বিএমইটিতে অভিযোগ করার ৩-৪ মাস অতিবাহিত হওয়ার পরও নিষ্পত্তি না হওয়ার ব্যাখ্যা, দালালদের দৌরাত্ম্য বন্ধে নির্ধারিত অভিবাসন ব্যয় সরকারি কোনো ব্যাংকে জমা নেওয়ার ব্যবস্থা গ্রহণ, ক্ষতিপূরণ আদায় করে না দিতে পারলে সরকারকে ব্যর্থতার দায়গ্রহণ এবং সরকারি খরচে প্রত্যেককে মালয়েশিয়া ছাড়া অন্য যেকোনো দেশে বিনাখরচে কর্মসংস্থানের ব্যবস্থা করা।

    আন্দোলনে নেতৃত্ব দেওয়া মাইন উদ্দীন বাবু বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। আমাদের আরও কর্মী আসছে। কিছুক্ষণ পর আমরা সড়ক অবরোধ করবো।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…