গত তিনদিন আগে নিখোঁজ হওয়া বরিশালের বাবুগঞ্জে উপজেলার এসএসসি পরীক্ষার্থী রাব্বি হাওলাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের দাবি রাব্বিকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
আজ বুধবার (২২ জানুয়ারী) ভোরে বাড়ির পাশের বাগান থেকে লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ওসি মো. জাকির হোসেন সিকদার।
নিহত স্কুল ছাত্র রাব্বি হাওলাদার (১৮) বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর গ্রামের বাসিন্দা বাচ্চু হাওলাদারের ছেলে। রাব্বি উপজেলার মোহনগঞ্জ স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলো।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল এয়ারপোর্ট থানার ওসি মো. জাকির হোসেন সিকদার জানান, রাব্বি হাওলাদার মাদকাসক্ত ছিলো। সে এলাকার বখাটে ও মাদকাসক্তদের সাথে চলাফেরা করতো।
গত ১৯ জানুয়ারী রাত একটার দিকে বাসা থেকে বের হয় সে। পরে রাত দুইটার দিকে তার বড় ভাই কল করলে সে পরে আসবে জানিয়ে ঘুমিয়ে পড়তে বলে। এরপর থেকে রাব্বির কোন খোঁজ ছিলো না। নিখোঁজের ঘটনায় মঙ্গলবার থানায় সাধারন ডায়েরী (জিডি) করে।
পুলিশ তদন্ত করে জানতে পারে বাড়ির পাশের পূর্ব রহমতপুর গ্রামের গোডাউন এলাকার বাগানে মধ্যে লাশ রয়েছে। সেখানে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।
ওসি আরো বলেন, রাব্বির মাথায় ধারালো অস্ত্রের জখম রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকান্ডটি পরিকল্পিত ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে ওসি জানান।
এবি