কিশোরগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০ টার দিকে শহরের পুরাতন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মুকিত সরকার, জেলা ছাত্রদলের সভাপতি মো. মারুফ মিয়া, জেলা ছাত্রশিবির প্রতিনিধি জেলা ক্রীড়া উপ-কমিটির সদস্য ওমর ফারুক প্রমুখ।
করিমগঞ্জ উপজেলা বনাম কটিয়াদী উপজেলা দলের অংশগ্রহণে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে জেলার ১৩টি উপজেলা ও কিশোরগঞ্জ পৌরসভাসহ ১৪টি দল গ্রহণ করছে।
এমআর