চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৬ লাখ টাকার রাবার উদ্ধার করেছে দাঁতমারা বনশিল্প কর্পোরেশন।
বুধবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার দাঁতমারা ইউপির হেয়াকো বাংলা পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন দাঁতমারা বনশিল্প কর্পোরেশনের একাউন্ট ম্যানেজার নুর আলম লস্কর ।
জানা যায়, দীর্ঘদিন ধরে ফটিকছড়ির দাঁতমারা ও তার আশপাশের এলাকা থেকে কিছু দুস্কৃতিকারী রাতের আঁধারে অবৈধ ভাবে রাবার পাচার করে আসছিল। তাদের এই অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে দাঁতমারা বনশিল্প কর্পোরেশন এবং স্থানীয় প্রশাসন একসাথে অভিযান চালিয়ে পরিত্যক্ত কাঁচা তিনটন রাবার উদ্ধার করে।যার আনুমানিক বাজার মূল্য ৬ লাখ টাকা। পরে উদ্ধারকৃত রাবার উদ্ধার করে বনশিল্প কর্পোরেশন দাঁতমারা অফিসে নিয়ে আসা হয়।
এই অভিযান সম্পর্কে নুর আলম লস্কর বলেন, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে এবং থানা পুলিশের সহযোগিতায় বাউন্ডারি দেওয়া কালু নামে একজনের জায়গায় পরিত্যক্ত অবস্থায় শুকনো হিসাব করলে প্রায় দেড় টন রাবার উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে, এবং আমরা এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবো।”
এছাড়া অভিযানে সহযোগিতা করেন দাঁতমারা রাবার বাগান শ্রমিক ইউনিয়নের সভাপতি হানজালার নেতৃত্বে ঠিম ও ভূজপুর থানা পুলিশ।
এমআর