শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক সকলের জন্য 'জরুরি সেবা' চালু করলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(যবিপ্রবি)।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় জরুরি সেবা কক্ষ উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ।
এ সময় তিনি বলেন, এখানে প্রাথমিক পর্যায়ে সার্বক্ষনিক একজন ইলেক্ট্রিশিয়ান, একজন এম্বুলেন্স ড্রাইভার ও একজন প্লাম্বার থাকবে। যাতে উক্ত সেবাগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী অর্থাৎ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের জন্য নিশ্চিত করা যায়। পর্যায়ক্রমে আরো বেশ কিছু সেবা এর আওতায় আসবে। যবিপ্রবিকে বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়তে যা যা প্রয়োজন তাঁর সবকিছু করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. হোসাইন আল মামুন, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, প্রধান প্রকৌশলী ড. এইচ এম জাকির হোসেন, পরিবহন প্রশাসক ড. মো. শিমুল ইসলাম, হিসাব দপ্তরের পরিচালক মো. জাকির হোসেনসহ আরো অনেকে।
এছাড়া জরুরি সেবা পেতে পিএবিএক্স (টেলিফোনে) ৬০১ ডায়াল করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে একটি হটলাইন নাম্বার চালু করার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পিএম