কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বোরো ধান বীজ ও সার প্রদান কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে কৃষি অফিস চত্বরে বীজ ও সার প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আকতার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: নিলুফা ইয়াছমিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাফিকা আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিশির কুমার কিশোর, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, শাহনাজ লাইজু চৌধুরী, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, আশরাফুল ইসলাম প্রমুখ।
কৃষি অফিস সুত্রে জানা গেছে, সোমবার (৮ ডিসেম্বর) কার্যক্রম উদ্বোধনের পর থেকে আগামী কয়েক দিনের মধ্যে ১ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় উফশি হাইব্রিড জাতের ধান, বীজ ও সার প্রদান করা হবে। এর মধ্যে ৫০০ জন কৃষকের মধ্যে ৫ কেজি করে উফশী জাতের ধান বীজ, ৫ কেজি ডিএপি ও এমওপি সার এবং ১ হাজার ২০০ জন কৃষককে দুই কেজি করে হাইব্রিড জাতের ধান বীজ বিতরণ করা হবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা।
ইখা