এইমাত্র
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • নারায়নগঞ্জে শালীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুলাভাই গ্রেফতার
  • রংপুরে নিহত মুক্তিযোদ্ধা দম্পতির শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম

    চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম

    চীনের বিমানবন্দর দিয়ে ট্রানজিটের সময় ভারতীয় নাগরিকদের নিশানা করা, ইচ্ছেমতো আটক কিংবা হয়রানি না করতে বেইজিংয়ের কাছে নিশ্চয়তা চেয়েছে ভারত। গত মাসে সাংহাই বিমানবন্দরে ভারতীয় এক নাগরিককে আটকের ঘটনার পর সোমবার নয়াদিল্লি এই প্রত্যাশার কথা জানিয়ে দিয়েছে।

    সাংহাই বিমানবন্দরে ভারতীয় নাগরিককে আটক করার ঘটনায় চীনের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছিল ভারত। দিল্লি বলছে, এমন ঘটনা দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টাকে দুর্বল করে।

    ভারতের গণমাধ্যম বলছে, যুক্তরাজ্য-ভিত্তিক ভারতীয় পাসপোর্টধারী প্রিমা ওয়াংজম থংডককে গত ২১ নভেম্বর ট্রানজিটের সময় আটক করে চীনের নিরাপত্তা বাহিনী। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে জন্ম নেওয়ায় তার পাসপোর্ট ‘অবৈধ’ বলে সেই সময় তাকে জানানো হয়।

    এই ঘটনার জেরে ভারতীয় নাগরিক প্রিমাকে জাপানের পরবর্তী ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি এবং ১৮ ঘণ্টা ধরে আটকে রাখা হয়। বেইজিং অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ হিসেবে দাবি করে। যদিও বেইজিংয়ের এই দাবি প্রত্যাখ্যান করে দিল্লি।

    সোমবার নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেছেন, ‌‌‘‘আমরা আশা করছি, চীনা কর্তৃপক্ষ চীনের বিমানবন্দর দিয়ে যাতায়াতকারী ভারতীয় নাগরিকদের বাছাই করে লক্ষ্যবস্তু করবে না। ট্রানজিটের সময় ভারতীয় নাগরিকদের ইচ্ছেমতো আটক কিংবা হয়রানি করবে না এবং আন্তর্জাতিক বিমান ভ্রমণবিধির প্রতি সম্মান প্রদর্শন করবে বেইজিং।

    তিনি ভারতীয় নাগরিকদের চীন বা চীনের মধ্য দিয়ে ভ্রমণের ক্ষেত্রে ‘‘যথাযথ সতর্কতা’’ অবলম্বনেরও পরামর্শ দিয়েছেন। তবে এই বিষয়ে মন্তব্যের অনুরোধে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

    গত মাসে চীন বলেছিল, দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা আইন ও বিধি অনুযায়ী পরিচালিত হয়।

    বছরের পর বছর ধরে চলে আসা উত্তেজনার মাঝে সম্প্রতি সম্পর্ক উন্নয়নের দিকে জোর দিয়েছে চিরবৈরী দুই প্রতিবেশী ভারত-চীন। সম্পর্ক উন্নয়নে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক সফর হয়েছে। গত আগস্টে সাত বছরের মধ্যে প্রথমবার চীন সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরে প্রতিদ্বন্দ্বিতার বদলে অংশীদারিত্বের প্রতিশ্রুতি দেন মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

    ২০২০ সালে হিমালয়ে দুই দেশের সেনাবাহিনীর সদস্যদের সংঘর্ষে ২০ ভারতীয় ও চার চীনা সৈন্য নিহত হওয়ার পর সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। প্রতিবেশী এই দুই দেশের মাঝে ৩ হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ অমীমাংসিত সীমান্ত রয়েছে।

    সূত্র: রয়টার্স

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…