বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সরকারি বরিশাল কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের অতর্কিত হামলার বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগরীর সরকারি বরিশাল কলেজের সামনে কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন করেন বরিশাল কলেজের সাধারন শিক্ষার্থীবৃন্দ।
শিক্ষার্থীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৩রা আগষ্ট ছাত্রলীগের সন্ত্রাসী সৌরভ ও ইমরানের নেতৃত্বে তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। তারা হামলাকারীদের দ্রুত বিচার ও শাস্তির দাবি জানান।
এআই