ময়মনসিংহে চুরি যাওয়া কোটি টাকার শিবলিঙ্গটি মামলা দায়েরের চার ঘণ্টা পর টাঙ্গাইল থেকে উদ্ধার করেছে কোতোয়ালী মডেল পুলিশ। ঘটনার সাথে জড়িত প্রশান্ত কর্মকারকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি জানান, গতকাল রবিবার দুপুর দুইটা থেকে বিকেল চারটার মধ্যে থানারঘাট সংলগ্ন শিবমন্দির থেকে শিবলিঙ্গটি চুরি হয়। সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশে উদ্ধারে অভিযান শুরু হয় এবং রাত সাড়ে আটটায় মামলা দায়ের করা হয়।
এরপর সিসি ক্যামেরার ফুটেজ দেখে একটি রিকশা ও রিকশাচালককে শনাক্ত করে। তথ্য প্রযুক্তির সহায়তায় মামলা দায়ের করার চার ঘণ্টা পর শিবলিঙ্গটি টাঙ্গাইল জেলার সদর উপজেলার দাইন্না চৌধুরী বাগিল এলাকা থেকে ঘটনায় জড়িত প্রশান্ত কর্মকারকে গ্রেফতার এবং তার হেফাজত থেকে চুরি হওয়া শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।
এর আগে, রবিবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর কোতোয়ালি মডেল থানার পাশে শ্রী শ্রী শিবমন্দির থেকে শিবলিঙ্গ চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, শিবলিঙ্গটি মন্দির থেকে কাঁধে করে নিয়ে রিকশায় চড়ে এক যুবককে পালিয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিবলিঙ্গ চুরির সময় মন্দিরে কেউ ছিলেন না। মন্দিরটিতে শতবর্ষ পুরোনো দুটি শিবলিঙ্গ ছিল। এর মধ্যে একটি বড় ও একটি ছোট। ছোট শিবলিঙ্গটি চুরি হয়।
এ ঘটনায় ঐদিন সন্ধ্যার পর কোতোয়ালি মডেল থানায় মন্দিরের পুরোহিত দুলাল ভট্টাচার্য বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন।
এআই