৫ই আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে পুলিশের নির্বিচারে গুলিতে সাভার ক্যানটনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্র আফিকুল ইসলাম সাদ শাহাদাৎবরণ করেন।
এ ঘটনায় ৮২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলায় ৩নং আসামী করা হয় ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র গোলাম কবির মোল্লাকে। মামলায় এজাহারভূক্ত হওয়ায় দীর্ঘ ৫ মাসের অধিক সময় ধরে আত্মগোপনে রয়েছেন আওয়ামীলীগের এই শীর্ষস্থানীয় নেতা কবির মোল্লা। অবশেষে গতকাল ২৪ডিসেম্বর রাতে র্যাব-১ এর হাতে আটক হন সাবেক মেয়র কবির মোল্লা।
সাবেক মেয়র কবির মোল্লাকে আটকের পর ধামরাই থানা পুলিশের কাছে রাতেই হস্তান্তর করে র্যাব। পরে মামলার তদন্তের সার্থে ১০দিনের রিমান্ড চেয়ে বুধবার সকালে আদালতে পাঠানো হয় কবির মোল্লাকে।
এ বিষয়ে ধামরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, র্যাবের হাতে আটকের পর আমাদের কাছে সাদ হত্যা মামলার আসামী ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র গোলাম কবির মোল্লাকে হস্তান্তর করিলে ১০দিনের রিমান্ড চেয়ে আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়। বিজ্ঞ আদালত আসামীর ৩দিনের রিমান্ড মঞ্জুর করে। আগামীকাল হতে তার রিমান্ডের সময় আরম্ভ হবে। এ মামলার অন্যান্য আসামী গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
এমআর