এইমাত্র
  • ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সচিবালয়ের আগুন
  • আগুন নিভাতে গিয়ে ট্রাকচাপায় আহত ফায়ার কর্মীর মৃত্যু
  • মধ্যরাতে সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট, নিহত ১
  • দেশের মানুষের ভোট নিয়ে খেললে তার খেসারত দিতে হবে: সালাউদ্দিন টুকু
  • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু
  • মোংলায় ডায়রিয়ার প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫০ রোগী
  • রেমিট্যান্স ডলারের দাম বেঁধে দিলো কেন্দ্রীয় ব্যাংক
  • মুন্সীগঞ্জে দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের অপসারণ দাবি
  • পাকিস্তান সুপার লিগের ড্রাফটে বাংলাদেশি তারকা
  • আজ বৃহস্পতিবার, ১২ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    ২৭ ডিসেম্বর কক্সবাজারে মাহফিলে আসবেন আজহারী

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩৭ পিএম
    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩৭ পিএম

    ২৭ ডিসেম্বর কক্সবাজারে মাহফিলে আসবেন আজহারী

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩৭ পিএম

    জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারি কক্সবাজারের পেকুয়ায় তাফসির মাহফিলে আসছেন। তার আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতির নেওয়া হয়েছে। সজ্জিত করা হচ্ছে মঞ্চ এবং প্যান্ডেল। জানা যায় চার বছরেরও বেশি সময় পর দেশের তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে থাকছেন ড.মিজানুর রহমান আজহারী।

    আগামী শুক্রবার (২৭ ডিসেম্বর) পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসীর ময়দানে মাহফিলটি অনুষ্ঠিত হবে। ১২ ঘণ্টা ব্যাপী তাফসির মাহফিলটি সকাল ১০টার শুরু হয়ে রাত ১০টায় শেষ হবে বলে জানান আয়োজকরা। ইতোমধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজক কমিটি। ধারণা করা হচ্ছে কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটবে এই মাহফিল।

    মরহুম মাওলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মুহাম্মদ নেয়ামত উল্লাহ নিজামী বলেন,মাহফিলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাহফিলের আইনশৃঙ্খলা রক্ষার্থে সেচ্ছাসেবকদের পাশাপাশি পুলিশ,র‍্যাব ও সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। দূর-দূরান্ত যারা মাহফিলে আসবে তাদের খাওয়া-দাওয়া ও গাড়ি পাকিং করার ব্যবস্থা করা হয়েছে।

    মাহফিলটি যৌথভাবে আয়োজন করেছে মরহুম মাওলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদ ও পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ। তারা জানিয়েছে, এই মাহফিলে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

    এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিদের সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারী ড.শফিকুল ইসলাম মাসুদ এবং চকরিয়া-পেকুয়া ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা শাখা কর্মপরিদের সদস্য মুহাম্মদ আবদুল্লাহ আল ফারুখ।

    মিজানুর রহমান আজহারি ছাড়াও আলোচনায় অংশ নেবেন আলোচিত বক্তা শায়খ মুফতী কাজী ইব্রাহিম, মাওলানা আব্দুল্লাহ আল আমীন, শায়খ মুফতী জসিম উদ্দিন রহমানী, আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী এবং মাওলানা সাদিকুর রহমান আজহারী,মাওলানা জসিম উদ্দিন রহমানি,মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ,মাওলানা শায়েক সালাহ উদ্দিন মাক্কী,মাওলানা ড.হাবিবুর রহমান, মাওলানা শায়খ মুহাম্মদ জামাল উদ্দিন,মাওলানা আবুল কালাম আজাদ আজহারী ও মাওলানা মনিরুল ইসলাম মজুমদার।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…