পঞ্চগড়ের বোদা উপজেলার কাজীপাড়া সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ আট বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ তথ্য সোমবার দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে নীলফামারী ৫৬ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
আটকদের মধ্যে রয়েছেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বিষ্ণজিত রায় (২৭), তার স্ত্রী খুশি রায় (২৩) ও তিন বছর বয়সী ছেলে প্রানাভি রায়। এছাড়া কাহারোল উপজেলার রতন রায় (৩০), তার স্ত্রী চন্দনা রাণী রায় (২৮), ছেলে সমর রায় (১০), মেয়ে চুমকা রাণী রায় এবং পঞ্চগড়ের বোদা উপজেলার সুজন রায় (২১)।
বিজিবি জানায়, সীমান্তের মেইন পিলার ৭৭৭ এর ৬ নং সাব পিলার সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা দালালের সঙ্গে এক লাখ ৩০ হাজার টাকায় চুক্তি করে ভারতে স্বজনদের বাড়িতে যাওয়ার চেষ্টা করছিলেন।
নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। শিশুদের মুচলেকা দিয়ে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের বোদা থানায় সোপর্দ করা হবে।
বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে এমন অবৈধ কার্যক্রম রোধে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে।