এইমাত্র
  • ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন জায়গা
  • আজ ঢাকা মাতাবে পাকিস্তানি ব্যান্ড কাভিশ, থাকছে দেশের ব্যান্ড ও শিল্পীরাও
  • আপিলের অনুমতি পেল চ্যানেল ওয়ান
  • বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪ ঘোষণা, যারা পাচ্ছেন
  • মামলা করলেন সারজিস
  • ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে: ইসি মাছউদ
  • কে নির্বাচিত হলো তা নিয়ে সমস্যা নেই, নির্বাচন হোক: মির্জা ফখরুল
  • পাবনায় আশ্রয়ণ প্রকল্পের ৬০টি ঘর গুড়িয়ে দিয়েছে একটি চক্র
  • জুলাই অভ্যুত্থানে সহিংসতায় জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারিতে
  • জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি ২০ ফেব্রুয়ারি
  • আজ শুক্রবার, ১০ মাঘ, ১৪৩১ | ২৪ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    রাজবাড়ীতে কাঠের ফ্রেমের চাপায় শ্রমিকের মৃত্যু

    সৈয়দ মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১০:০৯ পিএম
    সৈয়দ মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১০:০৯ পিএম

    রাজবাড়ীতে কাঠের ফ্রেমের চাপায় শ্রমিকের মৃত্যু

    সৈয়দ মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১০:০৯ পিএম

    রাজবাড়ীতে কার্পেট তৈরির মেশিন বহন করার কাঠের ফ্রেমে চাপায় অয়ন আলী (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

    বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে আর এম কার্পেট লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে। নিহত অয়ন আলী ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার রমজান আলীর ছেলে।

    দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মিলের ক্রেন চালক মো. ইমরান জানান, বুধবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম থেকে মিলের কার্পেট তৈরির মেশিন নিয়ে কয়েকটি কন্টেইনার আসে। বৃহস্পতিবার সকালে ওই কন্টেইনার থেকে মেশিন নামানোর কাজ করছিলেন শ্রমিকরা। মেশিনগুলো বহন করার সুবিধার্থে মেশিনের নিচে কাঠের বড় ও ভারি ফ্রেম থাকে।

    সকাল ১০টার দিকে কন্টেইনার থেকে একটি মেশিন ফ্লোরে নামানো হয়। এরপর কাঠের ফ্রেম থেকে মেশিনের আলাদা আলাদা লোহার যন্ত্রাংশগুলো ফ্লোরে নামানো হচ্ছিল। ফ্রেমের একপাশ থেকে যন্ত্রাংশগুলো নামানো হয়ে গেলে অপর পাশ ভারি হয়ে হালকা পাশ উঁচু হয়ে সব যন্ত্রাংশ ফ্লোরে পড়ে যায়।

    এ সময় ফ্রেমের উঁচু পাশ আবার সজোরে নিচে পড়ার সময় ফ্রেমের ভেতর দাঁড়িয়ে থাকা শ্রমিক অয়নের মাথায় আঘাত লাগে এবং তিনি ফ্রেমের নিচে চাপা পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসক অয়নকে মৃত ঘোষণা করেন।

    রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, দুর্ঘটনার বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…