বর্তমান সময়ে মনোমুগ্ধকর সুর ও কবিতাময় গানের জন্য পরিচিত পাকিস্তানি ব্যান্ড কাভিশ। 'নিন্দিয়া রে', 'বাচপন' এবং 'তেরে প্যায়ার ম্যা'সহ তাদের একাধিক জনপ্রিয় গান দক্ষিণ এশিয়ার সংগীতাঙ্গনে এক অন্যরকম উচ্চতা এনে দিয়েছে ব্যান্ডটি।
শুক্রবার(২৪ জানুয়ারি) সেনাপ্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে এক জাদুকরী সন্ধ্যা। কারণ, পাকিস্তানের জনপ্রিয় এই ব্যান্ডটি প্রথবারের মতো দেশের মাটিতে পারফর্ম করবে। ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে ব্যান্ডটি। 'ঢাকা ড্রিমস: কাভিশ লাইভ ইন কনসার্ট'র আয়োজক প্রতিষ্ঠান ব্লু ব্রিক কমিউনিকেশনস এমনটাই জানিয়েছে।
তারা আরও জানায়, আমরা 'কাভিশ'কে ঢাকায় আনার সুযোগ পেয়ে খুবই আনন্দিত এবং এমন একটি সন্ধ্যার আয়োজন করছি যেখানে দেশি এবং আন্তর্জাতিক শিল্পীরা একসাথে সঙ্গীত উদযাপন করবেন। কাভিশের পাশাপাশি লেভেল ফাইভ, আরমীন মুসা, অর্ণব, সুনিধি নায়েক এবং জনপ্রিয় ব্যান্ড শূন্য দর্শকদের মাতাবেন।
আরও পড়ুন- ভালোবাসার সংজ্ঞা শরীরের মধ্যে সীমাবদ্ধ নয়: সেমন্তী সৌমি
'ঢাকা ড্রিমস: কাবিশ লাইভ ইন কনসার্টটি'র ভেন্যুতে গেট খোলা হবে বিকেল ৩টায়। সন্ধ্যা ৬টার পর আর কেউ প্রবেশ করতে পারবেন না।
১৯৯৮ সালে জাফর জায়েদি এবং মাআজ মাওদুদ-এর হাত ধরে গঠিত কাভিশ ব্যান্ড। তাদের সেমি-ক্ল্যাসিকাল স্টাইল ও সমসাময়িক মিউজিকের অনন্য মিশ্রণের জন্য বিখ্যাত। দলটির প্রথম অ্যালবাম 'গুনকালি', যা প্রকাশ পেয়েছিল ২০০৯ সালে। ব্যান্ডটির পরিচিত গানের মধ্যে রয়েছে 'মোরে সাইয়া', 'নিন্দিয়া রে', 'ফাসলে' ইত্যাদি।