শেরপুরে সদর উপজেলায় অভিযান চালিয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণের প্রায় ৯ হাজার বই জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধাতিয়াপাড়া এলাকা থেকে বইগুলো জব্দ করা হয়।
অভিযানের সময় ঢাকাগামী একটি পিকআপে তল্লাশী চালানো হয়। এ সময় পিকআপটিতে থেকে অষ্টম থেকে দশম শ্রেণির প্রায় ৯ হাজার বই উদ্ধার করে পুলিশ। পরে চালকদের দেয়া তথ্যের ভিত্তিতে একজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, বইগুলো বিক্রির উদ্দেশ্যে কুড়িগ্রামের রৌমারি থেকে ঢাকা নেয়া হচ্ছিল। এরইমধ্যে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। জব্দকৃত বইগুলো বর্তমানে সদর থানায় রাখা হয়েছে।
এ ব্যাপারে শেরপুর জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান জানান, এ বইগুলো শেরপুর জেলার বরাদ্দকৃত বই নয়। অন্য কোনো জেলার বই হতে পারে।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
পিএম