এইমাত্র
  • ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন এলাকা
  • আজ ঢাকা মাতাবে পাকিস্তানি ব্যান্ড কাভিশ, থাকছে দেশের ব্যান্ড ও শিল্পীরাও
  • আপিলের অনুমতি পেল চ্যানেল ওয়ান
  • বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪ ঘোষণা, যারা পাচ্ছেন
  • মামলা করলেন সারজিস
  • ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে: ইসি মাছউদ
  • কে নির্বাচিত হলো তা নিয়ে সমস্যা নেই, নির্বাচন হোক: মির্জা ফখরুল
  • পাবনায় আশ্রয়ণ প্রকল্পের ৬০টি ঘর গুড়িয়ে দিয়েছে একটি চক্র
  • জুলাই অভ্যুত্থানে সহিংসতায় জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারিতে
  • জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি ২০ ফেব্রুয়ারি
  • আজ শুক্রবার, ১০ মাঘ, ১৪৩১ | ২৪ জানুয়ারি, ২০২৫
    অর্থ-বাণিজ্য

    বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে সরকারের হস্তক্ষেপ চান শ্রমিক-কর্মচারীরা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৫:৫৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৫:৫৩ পিএম

    বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে সরকারের হস্তক্ষেপ চান শ্রমিক-কর্মচারীরা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৫:৫৩ পিএম

    ব্যাংকিং কার্যক্রম চালুর অনুমতি চেয়ে বন্ধ কারখানাগুলো চালুর দাবি জানিয়েছেন বেক্সিমকো গ্রুপের শ্রমিক-কর্মচারীরাবন্ধ থাকা ১৬ কোম্পানির মধ্যে রপ্তানি বাণিজ্যর সঙ্গে সম্পৃক্ত ১১টি কারখানা ‘মানবিক কারণে’ সচল রাখতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তারা।


    বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বেক্সিমকোর তৈরি পোশাক কারখানা ও টেক্সটাইল বিভাগের কর্মী ও প্রশাসনের প্রধান কর্মকর্তা সৈয়দ মো. এনাম উল্লাহ এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানিয়েছেন।

    বেক্সিমকো গ্রুপের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সৈয়দ মো. এনাম উল্লাহ বলেছেন, আমরা শ্রমিক-অফিসাররা পেটের দায়ে আপনাদের কছে এসেছি। সরকারের কাছে অনুনয়, বিনয় করে বলতে চাই, সরকার বেক্সিমকোতে হস্তক্ষেপ করুক। কারখানা খুলে দিয়ে আমাদের চাকরি বাঁচান।

    এই দাবি নিয়ে বৃহস্পতিবার ঢাকার পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন বেক্সিমকো গ্রুপের একদল কর্মী। তাদের বক্তব্য, মালিকপক্ষকে জানিয়েই তারা সংবাদ সম্মেলনে এসেছেন।

    সৈয়দ মো. এনাম উল্লাহ অবিলম্বে তাদের কারখানাগুলো খুলে দিয়ে ‘৪২ হাজার শ্রমিক-কর্মচারী ও ১০ লক্ষ মানুষের খেয়ে পড়ে বেঁচে থাকার ব্যবস্থা’ নিশ্চিত করার আহ্বান জানান।

    তিনি প্রধানত তিনটি দাবির কথা উল্লেখ করেন। সেগুলো হলো:

    অবিলম্বে লে অফ প্রত্যাহার করে বেক্সিমকোর সকল কারখানা খুলে দিতে হবে, রপ্তানি বাণিজ্য শুরু ও বিদেশ থেকে কার্যাদেশ প্রাপ্তির সুবিধার্থে বন্ধ রাখা ব্যাংকিং কার্যক্রম ও ব্যাক টু ব্যাক এলসি খোলার অনুমতি অবিলম্বে দিতে হবে, কারখানা ও ব্যবসা চলমান রেখে সকল বকেয়া বেতন এবং কোম্পানির দায় দেনা পরিশোধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

    এনাম উল্লাহ বলেন, সরকার যেভাবে চাইবে, প্রতিষ্ঠান সেভাবে চালাক। ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিক। কারখানা চালু থাকলে ধীরে ধীরে সবার পাওনা দিতে পারবে।

    গত ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থ্যানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলোতে অস্থিরতা চলছে। শ্রমিক অসন্তোষের মধ্যে বন্ধ রাখা হয়েছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের অধিকাংশ কারখানা।

    আরইউ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…