এইমাত্র
  • ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন জায়গা
  • আজ ঢাকা মাতাবে পাকিস্তানি ব্যান্ড কাভিশ, থাকছে দেশের ব্যান্ড ও শিল্পীরাও
  • আপিলের অনুমতি পেল চ্যানেল ওয়ান
  • বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪ ঘোষণা, যারা পাচ্ছেন
  • মামলা করলেন সারজিস
  • ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে: ইসি মাছউদ
  • কে নির্বাচিত হলো তা নিয়ে সমস্যা নেই, নির্বাচন হোক: মির্জা ফখরুল
  • পাবনায় আশ্রয়ণ প্রকল্পের ৬০টি ঘর গুড়িয়ে দিয়েছে একটি চক্র
  • জুলাই অভ্যুত্থানে সহিংসতায় জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারিতে
  • জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি ২০ ফেব্রুয়ারি
  • আজ শুক্রবার, ১০ মাঘ, ১৪৩১ | ২৪ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    চট্টগ্রামে ইসলামিক মন্যুমেন্ট উদ্বোধন করলেন মেয়র শাহাদাত

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৯:২৫ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৯:২৫ পিএম

    চট্টগ্রামে ইসলামিক মন্যুমেন্ট উদ্বোধন করলেন মেয়র শাহাদাত

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৯:২৫ পিএম

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন আজ বৃহস্পতিবার সকালে চকবাজারে ঐতিহ্যবাহী অলি খাঁ মসজিদের সম্মুখে একটি ইসলামিক মন্যুমেন্ট উদ্বোধন করেছেন। ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব বিবেচনায় এই মন্যুমেন্টটি এলাকাবাসীর কাছে বিশেষ নিদর্শন হয়ে থাকবে বলে জানিয়েছেন তিনি।

    উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, অলি খাঁ মসজিদ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী মসজিদ। এটি শুধুমাত্র একটি স্থাপনা নয়, বরং আমাদের ঐতিহ্য এবং ইতিহাসের প্রতীক। নতুন প্রজন্ম যাতে এই মসজিদের ঐতিহাসিক গুরুত্ব বুঝতে পারে, সেই লক্ষ্যেই এই মন্যুমেন্ট স্থাপন করা হয়েছে।

    তিনি আরও বলেন, এটি শুধু চট্টগ্রামের সৌন্দর্য বৃদ্ধি করবে না, বরং সারাদেশের মানুষের জন্যও এটি একটি দর্শনীয় স্থান হয়ে উঠবে।

    মনুষ্যসৃষ্ট পরিবেশের পরিচ্ছন্নতা নিয়েও কথা বলেন মেয়র। তিনি চকবাজারের ব্যবসায়ীদের মাঝে বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিন বিতরণ করে বলেন, পরিচ্ছন্ন নগরী গড়তে আমাদের সবাইকে সচেতন হতে হবে।

    মসজিদের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মেয়র জানান, আমরা এখানে লিফট স্থাপন এবং বাথরুমের আধুনিকায়ন করতে চাই। একটি অত্যাধুনিক মসজিদ নির্মাণ আমাদের লক্ষ্য।

    মেয়র আরও জানান, চট্টগ্রামের অন্যান্য ঐতিহ্যবাহী মসজিদ ও স্থানে এই ধরনের মন্যুমেন্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে। অক্সিজেন, কোতোয়ালীসহ আরও কিছু এলাকায় এই কাজ করা হবে।

    এসময় উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মো. আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, মহানগর বিএনপির নেতা ইয়াছিন চৌধুরী লিটন এবং চসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…