এইমাত্র
  • কাশ্মির হামলায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করলো পাকিস্তান
  • তিউনিসিয়া থেকে ফিরল ২১ বাংলাদেশি
  • আখাউড়ায় পৃথক অভিযানে যুবদল কর্মীসহ গ্রেফতার ৬
  • কাশ্মীরে হামলার ঘটনায় মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
  • পারভেজ হত্যার মূল আসামি মেহরাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব
  • এবার গৃহকর্মীর বিরুদ্ধে পাল্টা মামলা পরীমণির
  • ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দামে বড় পতন
  • পারভেজ হত্যার আসামি বৈষম্যবিরোধী নেতা হৃদয় মিয়াজীর ৭ দিনের রিমান্ড
  • কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলছে হল
  • পহেলগাঁওয়ে হামলাকারীর হাত থেকে অস্ত্র কেড়ে নিতে চান সাহসী আদিল হুসেন
  • আজ বুধবার, ১০ বৈশাখ, ১৪৩২ | ২৩ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    নান্দাইলে গভীর রাতে বাড়িঘরে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাট

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৫:৪৩ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৫:৪৩ পিএম

    নান্দাইলে গভীর রাতে বাড়িঘরে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাট

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৫:৪৩ পিএম

    ময়মনসিংহের নান্দাইলে অস্ত্রের মুখে ৫টি বসতঘর ভাংচুরসহ নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

    সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে আচারগাঁও ইউনিয়নের শেখের ডাংগর গ্রামের মৃত মুক্তুল হোসেন মুন্সীর বাড়িঘরে হামলা চালিয়েছেন প্রতিপক্ষের লোকজন। এতে বাধা প্রদান করায় মুক্তুল হোসেন মুন্সীর পুত্র পুঙ্গু আ: সালাম আহত অবস্থায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    একই গ্রামের নিজাম উদ্দিনের হুকুমে স্বপন, শহিদুল্লাহ, রিটন, ফাহিম গংরা এই সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে জানান হামলার শিকার আ: সালামের সহোদর ভাই মোহাম্মদ আলী ও আকবর আলী।

    জানা গেছে, মৃত মুক্তুল হোসেন পরিবারের সাথে একই বংশীয় প্রতিপক্ষ নিজাম উদ্দিনের পরিবারের জমি সংক্রান্ত পূর্ব বিরোধ চলে আসছিল।

    এ বিষয়ে মোহাম্মদ আলী জানান, নিজাম উদ্দিন গংরা এক বছর পূর্বে আমাদের ক্রয়কৃত ১০ শতাংশ জমি জোরপূর্বক দখলে নিয়ে গেছে। এ ব্যাপারে আদালতে মোকাদ্দমা রয়েছে। এরপরেও নিজাম উদ্দিন ও তাঁর ভাইয়েরা একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ আমাদের উপর অত্যচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। এখন আরও ৬ শতাংশ জমি জোরপূর্বক দখলে নেওয়ার পায়তারা করছে। এতে বাধা প্রদান করায় নিজাম উদ্দিনসহ তাঁর পরিবারের লোকজনকে নিয়ে গভীর রাতে রামদা, বল্লম ও দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আমাদের বাড়ি-ঘরে হামলা চালায়।

    ওই বাড়ির গৃহবধূ রিমা,ঝরণা ও বিউটি আক্তার জানান, হঠাৎই এলোপাথারি কুপের শব্দে ভীতস্থ হয়ে ঘুম থেকে উঠে দেখেন নিজাম উদ্দিনের লোকজন তাদের বসতঘরে হামলা চালাচ্ছে, ঘরের টিনের বেড়া কুপিয়ে তছনছ করে ফেলেছে। শুধু তাই নয়,অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে মারধরসহ আটকে রেখে নগদ ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ তুলে ধরেন।

    এসময় ৯৯৯ কল দিয়েও তাৎক্ষনিক কোন সহযোগিতা পাননি পরিবারটি। তবে সকাল ৯ টার দিকে পুলিশ বাড়িতে আসে। প্রতিপক্ষ নিজাম উদ্দিনের বড় ভাই শহিদুল্লাহ জানান, মামলা করার জন্য আ: সালাম গংরাই নিজেদের ঘর নিজেরা কুপিয়েছে।

    এ বিষয়ে নান্দাইল মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থল পরির্দশনের জন্য পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…