নেত্রকোনা থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খেজুরের রস খেতে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন ১৫ জন।
বুধবার (২৫ ডিসেম্বর) ভোরে পাকুন্দিয়া পৌর সদরের শ্রীরামদী এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
আটককৃতরা হলেন, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া গ্রামের আরমান মিয়া (১৯), মোজাহিদুল ইসলাম জিহাদ (১৯), সারোয়ার জাহান সিয়াম (১৯), রিফাত ১৮), ইকবাল হোসেন শুভ (১৮), রাহাতুল ইসলাম (১৯), ওয়াশেরপুর গ্রামের আবু সাঈদ (১৯), মো. রাজন (১৯), ইয়াসিন (২০), আরফিন শুভ (১৯), মাহফুজ আলম (১৭), অমিত (১৮) পূর্ব সাউদপাড়া গ্রামের আবু সুফিয়ান শাওন (১৯), সাউদপাড়া গ্রামের আশিকুর রহমান একান্ত (১৯) ও তাম্বুলিপাড়া গ্রামের জয় বর্মণ (১৮)। তাঁরা প্রত্যেকেই বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শ্রীরামদী এলাকায় ১৫ জন যুবক খেজুরের রস খেতে আসে। এ সময় তাঁরা জয় বাংলা স্লোগান দিতে থাকে। পরে স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাদের কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার সময় এলাকাবাসীর হাতে ওই ১৫ জন যুবক আটক হয়। আটকদের নিরাপত্তার কথা চিন্তা করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এফএস