এইমাত্র
  • আজ ঢাকা মাতাবে পাকিস্তানি ব্যান্ড কাভিশ, থাকছে দেশের ব্যান্ড ও শিল্পীরাও
  • আপিলের অনুমতি পেল চ্যানেল ওয়ান
  • বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪ ঘোষণা, যারা পাচ্ছেন
  • মামলা করলেন সারজিস
  • ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে: ইসি মাছউদ
  • কে নির্বাচিত হলো তা নিয়ে সমস্যা নেই, নির্বাচন হোক: মির্জা ফখরুল
  • পাবনায় আশ্রয়ণ প্রকল্পের ৬০টি ঘর গুড়িয়ে দিয়েছে একটি চক্র
  • জুলাই অভ্যুত্থানে সহিংসতায় জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারিতে
  • জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি ২০ ফেব্রুয়ারি
  • ফেব্রুয়ারিতে বিজিবি-বিএসএফ শীর্ষ পর্যায়ের বৈঠক
  • আজ শুক্রবার, ১০ মাঘ, ১৪৩১ | ২৪ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    তারুণ্যের উৎসবে মাদারীপুরে ফুটবল টুর্নামেন্ট

    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৯:০৭ পিএম
    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৯:০৭ পিএম

    তারুণ্যের উৎসবে মাদারীপুরে ফুটবল টুর্নামেন্ট

    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৯:০৭ পিএম

    মাদারীপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে বুধবার বিকেল থেকে শুরু হয়েছে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে অনূর্ধ্ব-১৭ বালক-বালিকাদের নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত ।

    বুধবার (২২ জানুয়ারি) বিকেলে মাদারীপুর স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোছা. ইয়াসমিন আক্তার। মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. তানিয়া ফেরদৌস এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, স্থানীয় সরকারের উপ-পরিচালক মুহাম্মদ হাবিবুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী হুমায়ুন কবির,জেলা ক্রীড়া অফিসার সমির বাইনসহ গণ্যমান্যরা।

    এই টুর্নামেন্টে জেলার মোট ৬টি দল অংশগ্রহন করবেন। অংশগ্রহকারী দলগুলো হচ্ছে মাদারীপুর সদর, শিবচর ,রাজৈর, কালকিনি, ডাসার উপজেলা ও মাদারীপুর পৌরসভা। প্রথম দিনে মাদারীপুর পৌরসভা ও ডাসার উপজেলা বালিকাদের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মাদারীপুর পৌরসভা ২-০ গোলে ডাসার উপজেলা বালিকাদের পরাজিত করে। খেলায় ঈশা ইসলাম ও আদিবা আক্তার ১টি করে গোল করেন।

    দ্বিতীয় খেলায় ডাসার উপজেলা বনাম শিবচর উপজেলা বালকদের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে শিবচর উপজেলা ২-০ গোলে ডাসারকে পরাজিত করে। খেলায় প্রথম গোলটি আত্মঘাতী হয়। পরে মোহাম্মদ ইয়াসিন শিবচরের পক্ষে ১টি গোল করেন। দুটি খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মুসফিক নবীন, ত্রিনাথ দাস, আফজাল মানিক। আগামী ২৫ জানুয়ারি শনিবার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ায় কথা রয়েছে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…