ঢাবি অধিভুক্ত সাত কলেজের পরীক্ষার নতুন রুটিন বাতিল করে পূর্বের রুটিন অনুযায়ী পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) রাত ৯টা ৩০ মিনিটে ঢাকা কলেজের হলপাড়া থেকে মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে নিউমার্কেট হয়ে নিলক্ষেত ঢাবির গণতন্ত্র তোরণ এর সামনে বক্তব্যের পর ক্যাম্পাস এসে সমাপ্ত হয়।
এসময় তারা সিন্ডিকেটের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, সিন্ডিকেটের রুটিন মানি না মানবো না, অবৈধ রুটিন মানি না মানবো না, বাহালুলের গদিতে আগুন জ্বালো একসাথে, শিক্ষা নিয়ে বানিজ্য মানি না মানবো না, প্রহসনের রুটিন মানি না মানবো না, বাহালুলের চামড়া তুলে নেবো আমরা এবং ঢাকা কলেজ আসছে রাজপথ কাপছে ইত্যাদি স্লোগান দেয়।
ঢাকা কলেজের শিক্ষার্থী আবিদ হাসান বলেন, ঢাবি আমাদের মূল্যায়ন না করলেও আমরা তাদের মূল্যায়ন করি। কিছু দিন পর আমাদের সাত কলেজের ক্যাম্পাসে ঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। যদি এই রুটিন সংশোধন না করে তাহলে সাত কলেজের ক্যাম্পাসে ঢাবির ভর্তি পরীক্ষা হতে দেওয়া হবে না।
পিএম