এইমাত্র
  • দেশের মানুষের ভোট নিয়ে খেললে তার খেসারত দিতে হবে: সালাউদ্দিন টুকু
  • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু
  • মোংলায় ডায়রিয়ার প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫০ রোগী
  • রেমিট্যান্স ডলারের দাম বেঁধে দিলো কেন্দ্রীয় ব্যাংক
  • মুন্সীগঞ্জে দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের অপসারণ দাবি
  • পাকিস্তান সুপার লিগের ড্রাফটে বাংলাদেশি তারকা
  • বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
  • ভারত থেকে আমদানি চালের প্রথম চালান দেশে আসবে বৃহস্পতিবার
  • পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের নিহত বেড়ে ৪৬
  • আজ বৃহস্পতিবার, ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪
    আন্তর্জাতিক

    পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৫৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৫৩ পিএম

    পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৫৩ পিএম

    আফগানিস্তানের তালিবান নেতারা মঙ্গলবার প্রতিবেশী দেশ পাকিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সাথে একটি বৈঠকের আয়োজন করে। আর এর ফলে সন্ত্রাসবাদের অভিযোগে প্রায় এক দশক ধরে থমকে থাকা আলোচনা আবার শুরু হলো।

    দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করতে স্থানীয় সময় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কাবুলে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কির সাথে দেখা করেছেন পাকিস্তানের বিশেষ প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ সাদিক। এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, বৈঠকের পর এক বিবৃতিতে মুত্তাকির দফতর বলে যে এই প্রতিনিধিদল দুই দেশের মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক ও ট্রানজিট সম্পর্ক উন্নত করতে চায়। এই দু’টি দেশের মধ্যে প্রায় দুই হাজার ৬শ’ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে।

    মুত্তাকি বলেন, বাণিজ্যিক ও ট্রানজিট সম্পর্কের আরো উন্নয়নের জন্য উভয় সরকারকে, ‘পারস্পরিক সমন্বয় বাড়াতে হবে, সীমান্ত পারপারের জন্য ভ্রমণকারীদের ‍সুবিধা প্রদান করতে হবে এবং আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে যে বিষয়গুলো সম্পর্ককে টান টান করে রেখেছে সেগুলোর সমাধান করতে হবে।’

    এদিকে, তালিবানের প্রধান ‍কূটনীতিক বলেন যে কাবুল, ইসলমাবাদের সাথে ইতিবাচক সম্পর্ক চায়। পাকিস্তানি দূত তার সামাজিক প্ল্যাটফর্ম এক্স’-এ লেখেন, ‘ব্যাপক আলোচনা করেছি। দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরালো করতে এবং এই অঞ্চলের শান্তি ও প্রগতির জন্য একত্রে কাজ করতে সম্মত হয়েছি।’

    মূলত, তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটপির সন্ত্রাসী আক্রমণ বেড়েছে এবং হাজার হাজার পাকিস্তানি সামরিক ও বেসমরিক লোকজনকে হত্যা করেছে যার ফলে দুই দেশের সম্পর্কের আরো অবনতি ঘটেছে।


    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…