এইমাত্র
  • দেশের মানুষের ভোট নিয়ে খেললে তার খেসারত দিতে হবে: সালাউদ্দিন টুকু
  • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু
  • মোংলায় ডায়রিয়ার প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫০ রোগী
  • রেমিট্যান্স ডলারের দাম বেঁধে দিলো কেন্দ্রীয় ব্যাংক
  • মুন্সীগঞ্জে দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের অপসারণ দাবি
  • পাকিস্তান সুপার লিগের ড্রাফটে বাংলাদেশি তারকা
  • বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
  • ভারত থেকে আমদানি চালের প্রথম চালান দেশে আসবে বৃহস্পতিবার
  • পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের নিহত বেড়ে ৪৬
  • আজ বৃহস্পতিবার, ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    বিএসএফের হাতে আটক ১৩ বাংলাদেশির পরিচয় জানালো বিজিবি

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:০৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:০৬ পিএম

    বিএসএফের হাতে আটক ১৩ বাংলাদেশির পরিচয় জানালো বিজিবি

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:০৬ পিএম

    অবশেষে ভারতে বিএসএফের হাতে আটক ১৩ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। আটকদের মধ্যে ৯ জন সিলেটের জৈন্তাপুর উপজেলার ও ৪ জন গোয়াইনঘাট উপজেলার।

    আজ বুধবার (২৫ ডিসেম্বর) ভারতের ডাউকি পুলিশের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। একইসঙ্গে ঘটনার দুইদিন পর বুধবার সকালে বিজিবির পক্ষ থেকেও আটক হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।

    ভারতে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানের অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতের ডাউকি পুলিশ ও বিজিবি।

    আটকরা হলেন, সিলেটের জৈন্তাপুর উপজেলার ফখরুল ইসলামের ছেলে সাজু আহমদ (২০), গোয়াইনঘাট উপজেলার বারহাল গ্রামের আয়ুব আলীর ছেলে শামীম (২১), একই গ্রামের সিদ্দিক আলীর ছেলে হাবিব আহমদ (২২), জাফলং তামাবিল এলাকার মতিন মিয়ার ছেলে নয়ন (১৯), জৈন্তাপুর উপজেলার মোস্তফা মিয়ার ছেলে সজিব (১৯), একই উপজেলার গুচ্ছগ্রামের মোস্তফা মিয়ার ছেলে মোবারক (১৯), ইলাল মিয়ার ছেলে আরিফ (১৯), দুলতিপুর গ্রামের ইব্রাহিম আলীর ছেলে ফখরুল ইসলাম (১৯), শ্রীপুর গ্রামের জামরুল মিয়ার ছেলে রুবেল (২৫), জৈন্তাপুরের বিল্লাল হোসেনের ছেলে রুহুল (২০), গুচ্ছগ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে রনি (১৯) ও একই এলাকার বাসির মিয়ার ছেলে সোহাগ (১৯)।

    এর আগে রোববার (২২ ডিসেম্বর) রাতে গোয়াইনঘাট উপজেলার তামাবিল এলাকার সোনাটিলা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে ১৩ বাংলাদেশিকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সেসময় এ বিষয়ে কোনো সঠিক তথ্য দিতে পারেনি বিজিবি-পুলিশ।

    এ ঘটনার দুইদিন পর বুধবার সকালে ভারতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।

    তিনি জানান, বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। বিএসএফ জানিয়েছে ২৩ ডিসেম্বর ভোর ৪টার দিকে বাংলাদেশের তামাবিল এলাকার বিপরীতে ভারতের ডাউকি এলাকার আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে ১৩ জন বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে ডাউকি থানায় হস্তান্তর করা হয়েছে।

    গ্রেফতারের পর তাদেরকে কোন কারাগারে পাঠানো হয়েছে সে ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে বিএসএফ কোনো কিছু জানায়নি।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…