কক্সবাজারের চকরিয়া পৌরসভা বিএনপির কার্যনির্বাহী কমিটির প্রথম সভা-২০২৪ অনুষ্ঠিত হয়।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩টার সময় চকরিয়া মহিলা কলেজ মিলায়তনে চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.আব্দুর রহিমের সঞ্চালনায় উক্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাজাহান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যথাক্রমে কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী,কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না,কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক আলহাজ্ব জামিল ইব্রাহিম চৌধুরী, কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউছুপ বদরী, কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, চকরিয়া পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.মোবারক আলী,চকরিয়া পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন এবং চকরিয়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন।
উক্ত অনুষ্ঠানে চকরিয়া পৌরসভা বিএনপির কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।